৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ০২:১১
বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির বুদাইয়া আল নাসিদ গার্ডেনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল বেনিজুমরা শাখা।
বাহরাইন যুবদলের নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং লিমন আহমেদ ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় অতিথি ছিলেন বাহরাইন যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ। গেস্ট অব অনার ছিলেন বাহরাইন যুবদল নেতা হারিজ খলিফা। প্রধান বক্তা হিসেবে ছিলেন যুবনেতা কবির মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন। শুভেচ্ছা বক্তব্য দেন ফোরকান আহম্মেদ।
আরও বক্তব্য দেন নিজাম উদ্দিন, কবির হোসেন, কাজি যুবরাজ, সাখাওয়াত, সাগর, মহসিন, আমির হোসেন, শাহনেওয়াজ, আরিফ দেওয়ান, বোরহান উদ্দিন, রিদয়, সাহাবুদ্দিন, আনোয়ারসহ বাহরাইন যুবদলের বিভিন্ন শাখার নেতারা।
বক্তারা বলেন, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। সময় হয়েছে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করে এগিয়ে চলার এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আগামী নির্বাচনে জয়ী করে দেশকে সমৃদ্ধশীল করে গড়ে তোলার।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১