বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ১০ পরামর্শ দিল ডিপিডিসি

প্রকাশিত:মঙ্গলবার, ১২ নভে ২০২৪ ০২:১১

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ১০ পরামর্শ দিল ডিপিডিসি

বাসাবাড়িতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে আর্থিং স্থাপনসহ গ্রাহকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের প্রতি যেসব পরামর্শ দেওয়া হয়েছে-

১. বৈদ্যুতিক কাজে লাইসেন্সপ্রাপ্ত বা সনদপ্রাপ্ত কর্মী নিয়োজিত করা।

২. বাড়িতে বা আঙিনায় পর্যাপ্ত আর্থিং স্থাপন নিশ্চিত করা।

৩. স্থাপনায় ক্যাবল/তার ব্যবহারের সময় ক্যাবলের সক্ষমতা ও মান নিশ্চিত করা লাইসেন্সপ্রাপ্ত বৈদ্যুতিক ঠিকাদার ব্যতীত অন্য কাউকে দিয়ে ওয়ারিং না করানো।

৪. সবসময় মেইন সুইচগুলোতে যথাযথ ক্ষমতাসম্পন্ন ফিউজ তার ব্যবহার নিশ্চিত করা।

৫. আঙিনায় এনার্জি মিটার এবং মিটার-সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করা। বৈরী আবহাওয়া থেকে মিটার এবং মিটার-সরঞ্জামকে সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা রাখা।

৬. মিটারিং সরঞ্জামগুলোতে সুরক্ষা সিলে অবৈধ হস্তক্ষেপের আলামত থাকলে অতি দ্রুত তা ডিপিডিসিকে অবহিত করা।

৭. বিল্ডিং নির্মাণের সময় বিল্ডিং থেকে উচ্চচাপ/নিম্নচাপ লাইনগুলো হতে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখা।

৮. বৈদ্যুতিক দুর্ঘটনা সংঘটিত হলে দ্রুত নিকটস্থ ডিপিডিসি কার্যালয়ে যোগাযোগ করা এবং ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।

৯. অনুমোদিত লোড ও তারের বিদ্যুৎ পরিবহন ক্ষমতার অতিরিক্ত কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকা। এয়ারকন্ডিশনার স্থাপনের ক্ষেত্রে যথাযথ বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা।

১০. দুর্ঘটনা বা প্রাণহানি এড়াতে বাসা/কর্মস্থলের ওয়ারিং নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করানোর ব্যবস্থা গ্রহণ করা।

এ সংক্রান্ত আরও সংবাদ