৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ১১:১১
মিশিগানে আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) রাতে ওয়ারেন শহরের বাংলাদেশি একটি রেস্টুরেন্টে জেলহত্যা দিবসের আলোচনা সভার মঞ্চে এই হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলহত্যা দিবস পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার উদ্যোগে এক আলোচনা সভা চলছিল। সভায় মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান জে শরীফ বক্তব্য রাখছিলেন। সুলতান তার বক্তব্যে মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান ও সেক্রেটারি আবু আহমেদ মুসা দলীয় নেতৃত্বে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করেন।
সুলতান জে শরীফের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফারুক আহমেদ চান। এক পর্যায়ে মিশিগান স্টেট আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দিলোয়ার আনসার পাবেল দৌড়ে গিয়ে চড়াও হন সুলতান জে শরীফের ওপর। এ সময় মঞ্চের মধ্যে তুমুল হাতাহাতিতে লিপ্ত হন সুলতান ও পাবেল।
পরে সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা. আলী মানিকসহ অন্য নেতারা পরিস্থিতি সামাল দেন। আলোচনা সভা শেষে পাবেল ও সুলতানকে মিলিয়ে দেন সিনিয়র নেতারা।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জেলহত্যা দিবসের আলোচনা সভা শুরু হয়। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. আলী মানিকের সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১