১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ১১:১১
সাফ চ্যাম্পিয়ন সাবিনারা আজ একটি সম্মাননা পেয়েছেন। সাউথ-ইস্ট ব্যাংক তাদের কার্যালয়ে নারী খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কর্মকর্তাদের আর্থিক পুরস্কার প্রদান করেছে। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন ২৩ জন খেলোয়াড়। ২৩ ফুটবলার প্রত্যেকে ৩ লাখ এবং কোচিং স্টাফ, কর্মকর্তারা এক লাখ টাকা পেয়েছেন। ফুটবলারদের তিন লাখের মধ্যে এক লাখ টাকা নগদ চেক বাকি দুই লাখ টাকা উচ্চ সুদে স্থায়ী আমানত করা হয়েছে। আর্থিক পুরস্কার ছাড়াও নারী ফুটবলারদের আন্তর্জাতিক ডেবিট কার্ডও প্রদান করেছে।
সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ছাইদ হাসান কানন নারী ফুটবলারদের এই সম্মাননার জন্য প্রয়োজনীয় সমন্বয় করেছেন। তিনি বলেন, ‘সাউথ ইস্ট ব্যাংক আমাদের নারী ফুটবলারদের অনেক সম্মান দিয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের একজন পরিচালক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতি নির্ধারক। নারী ফুটবলাররা বৃত্তির আওতায় নর্থ সাউথে পড়াশোনা ও যোগ্যদের কর্পোরেট চাকুরি দাবি জানিয়েছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি তারা এগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার ইতোমধ্যে পেয়েছেন। এরপর পেলেন এই ব্যাংকের পুরস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। শীর্ষ দুই ক্রীড়া সংস্থা চলতি মাসের মধ্যেই এই পুরস্কার প্রদানের প্রস্তুতি নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১