১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১১:১১
স্পেনের জারাগোজার একটি নার্সিং হোমে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ঘটে এমন মর্মান্তিক ঘটনা।
১০ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে নার্সিং হোমে আগুন লেগেছে সেখানে মানসিক ভারসাম্যহীন মানুষরা থাকতেন। তাদের সেখানে চিকিৎসা ও সেবা দেওয়া হতো।
স্থানীয় মেয়র ভিয়াফ্রাঙ্কা দে এবরো সাংবাদিকদের জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের সবার মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। আগুনে পুড়ে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
স্পেনের ভ্যালেন্সিয়ায় মাত্র কয়েকদিন আগে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘর। যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ ওই বন্যার রেশ কাটতে না কাটতেই অগ্নিকাণ্ডে দেশটিতে আরও ১০ মানসিক ভারসাম্যহীন মানুষের মর্মান্তিক মৃত্যু হলো।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১