৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১২:১১
পাঞ্জাবি গানের জন্য ভারতজুড়েই খ্যাতি দিলজিৎ দোসাঞ্জের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছেন তিনি। শুধু যে গায়ক, এমনও কিন্তু নন। সমানতালে অভিনয়ও করেন এই তারকা। সেসবের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।
তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি ঘটে গেলো। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এ গায়ককে। যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।
প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের পক্ষ থেকে দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ করেছিলেন। তার অভিযোগ, ‘পাঞ্জাবি পপস্টারের লাইভ শো-এর গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।’ সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও দেওয়া হয়েছিল। যেখানে দেখা যায়, দিলজিৎ তার লাইভ শো-তে মদ, মাদক এমনকি হিংসাকে প্রচার করছে।
সেই ভিডিওটি অক্টোবর মাসের ২৬-২৭ তারিখের। যেদিন পাঞ্জাবি পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন। সেই আইনি নোটিশে এও উল্লেখ করা হয়েছে যে, ‘শো চলাকালীন দিলজিৎ যেন কোনোভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন।’
‘কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।’ এদিকে শুক্রবারই সন্ধ্যা ৭টার সময়ে হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিতের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে।
তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও সেই দৃশ্য দেখা গেছে।
তারপর স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল। দিলজিতের কনসার্টের পর দিল্লির স্টেডিয়াম কার্যত ‘আস্তাকুঁড়ে’ হয়ে উঠেছিল। সেটা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১