৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ নভে ২০২৪ ০২:১১
নরসিংদী মনোহরদীতে চোর সন্দেহে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে এবং স্থানীয় খিদিরপুর বাজারের মুদি ও কাঁচামাল ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটোরিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জনা যায়, ফজলুর রহমানের কোনো সময় চুরির স্বভাব ছিল না। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পর কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এমনিতে তার কোনো শত্রু ছিল না। এখন কী কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারছি না। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদ্ঘাটন করলেই বুঝা যাবে তাকে কেন মারা হলো।
এ বিষয়ে মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১