মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে স্বরা ভাস্বর

প্রকাশিত:রবিবার, ১৭ নভে ২০২৪ ০২:১১

মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে স্বরা ভাস্বর

স্বরা ভাস্বর, বলিউডের পরিচিত একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টবাদী সত্ত্বার জন্য সুখ্যাতি রয়েছে যার।

ব্যক্তিজীবনে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন তিনি। সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবুও স্বরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের।

তবে এবার অভিনেত্রীকে মাথায় কাপড় দেওয়া অবস্থায় এক মাওলানার সঙ্গে তোলা ছবি দেখেই সমালোচনায় মেতে উঠলেন নেটিজেনরা।

অভিনেত্রীদের হঠাৎ মোটা অথবা রোগা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস করা নতুন কোনো ট্রেন্ড নয়। ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই বচ্চনকেও এমন উপহাসের সম্মুখীন হতে হয়েছে।

স্বরা ভাস্বরও সেখান থেকে রেহাই পাননি। তবে এবার ভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হতে হলো অভিনেত্রীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী। ছবিতে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হলো, মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে মাথায় ওড়না দিয়েছেন অভিনেত্রী, অনেকটা হিজাব পরার মতো।