৬ষ্ঠ-৮ম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ ২০ নভেম্বর

প্রকাশিত:রবিবার, ১৭ নভে ২০২৪ ০২:১১

৬ষ্ঠ-৮ম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ ২০ নভেম্বর

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থী যারা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে পারেনি তাদের বিশেষ বিবেচনায় এবার সুযোগ দেওয়া হয়েছে। গত ১০ থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে ২০ নভেম্বর।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। ২০ নভেম্বর পর পরবর্তী সময়ে কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ