ময়মনসিংহে এসপির কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

প্রকাশিত:সোমবার, ১৮ নভে ২০২৪ ১১:১১

ময়মনসিংহে এসপির কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

এক ভিডিও বার্তায় আগামী ১০ দিনের মধ‍্যে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। একইসঙ্গে আজ (১৮ নভেম্বর) ময়মনসিংহ নগরীতে তার অনুসারীদের বিক্ষোভ মিছিল করার আহ্বান জানান সাবেক এই পলাতক এমপি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ২টায় এই ঘোষণার প্রতিবাদে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধীরা।

এ সময় বিক্ষোভকারীরা ছাত্র-জনতার রক্তের দাগ শুকানোর আগেই ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন।

তারা জানান, ময়মনসিংহ সদর আসনের এমপি শান্ত শিক্ষার্থী সাগর হত্যার আসামি। তাকে পুলিশ খোঁজে পায় না, অথচ সে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে। কিন্তু ময়মনসিংহের পুলিশ নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করতে হবে। অন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এই অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আশিকুর রহমান আশিকসহ বিভিন্ন পর্যায়ের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।