স্বাস্থ্যসেবা সুরক্ষা অধ্যাদেশ নিয়ে মতামত জানতে চায় মন্ত্রণালয়

প্রকাশিত:সোমবার, ১৮ নভে ২০২৪ ০৩:১১

স্বাস্থ্যসেবা সুরক্ষা অধ্যাদেশ নিয়ে মতামত জানতে চায় মন্ত্রণালয়

জাতীয় সংসদ বিলুপ্তির প্রেক্ষিতে সংবিধান অনুসারে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪’ প্রণয়ন করতে চায় সরকার। সেই লক্ষ্যে প্রণীত হওয়া আইনের খসড়া অধ্যাদেশ সম্পর্কে জনমত জানতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে জনমত আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪’ আইনে পরিণত হলে পাবলিক, স্বায়ত্তশাসিত ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবাগ্রহীতার সুরক্ষা দেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

এছাড়া দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে প্রণীত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিত করা হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

এর আগে ১৩ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা এই অধ্যাদেশ অনলাইনে প্রকাশ করার আদেশ দেন। তিনি ১৪ নভেম্বর এটি প্রকাশের আদেশ দিলেও প্রকাশ করা হয়েছে সোমবার (১৮ নভেম্বর)।

ওই আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার উপর জনমত যাচাইয়ের লক্ষ্যে খসড়া অধ্যাদেশটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশপূর্বক আগামী ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রেখে প্রাপ্ত মতামত এ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।