৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ নভে ২০২৪ ০২:১১
চাঁদপুর: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই জাতি আগামীদিনের দিগন্ত খুঁজে পাবে। দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি।
অবৈধ সরকার আপনাদের গলা টিপে ধরেছিল। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারেক রহমানের নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাবেন।
মুক্ত বিহঙ্গের মতো আপনারা সংবাদ পরিবেশন করবেন, যেখানে কোনো বাধা থাকবে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সত্যকে মিথ্যায় রূপান্তর করে সংবাদ প্রকাশ করতে বাধ্য করেছে। বর্তমানে সে বাধা অতিক্রম করে আপনারা কাঙ্ক্ষিত দেশ পাওয়ার জন্য যে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন সে ভূমিকা রাখতে পারছেন।
আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজও স্বাধীনতার স্বাদ পাইনি। সে স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, যোগ করেন খোকন।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট কি- তা ভুলে গিয়েছিল। আমাদের নেতা তারেক রহমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, আপনারা আগামীতে কাকে ভোট দেবেন সেটা বিবেচ্য বিষয় নয়, জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। এর জন্য অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যাতে সময় ক্ষেপণ না করে, সংস্কারের নামে যাতে বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, অবিলম্বে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য। যাতে মানুষ জানতে পারে সংস্কারে কতটুকু সময় লাগতে পারে।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে খোকন বলেন, বিএনপি জানিয়েছে, এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এ সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল। সংস্কারের নামে মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, মানুষ যাতে দিকহীন না হয়ে যায়, আমরা চাই, একটি অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততোটুকু করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং নির্বাচিত সরকার বাকি সংস্কার সম্পন্ন করবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আবুল বাসার, ইয়াসির আরাফাত অনিকসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি হাজীগঞ্জে প্রয়াত সংসদ সদস্য এম এ মতিন ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজির কবর জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১