টাঙ্গাইল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন, তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে। কারণ এ নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি। তারা মত দিয়েছেন, আমাদের যে কোটা সংস্কারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেটি কার্যকর নয়। সেটা যখন জারি হয়েছে, সেটি প্রথাপ্রেক্ষভাবে তখন থেকে কার্যকর। সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পন্ন হয়ে গেছে, সেজন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব। এছাড়া প্রাথমিকের পাঠ্যবই ছাপতে দেওয়া হয়েছে। তিনি আশা করেন জানুয়ারির মধ্যেই পাঠ্যবই বিতরণ করা যাবে। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম সানতু।

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ নভে ২০২৪ ০২:১১

টাঙ্গাইল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন, তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে। কারণ এ নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে।   বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  উপদেষ্টা বলেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি।  তারা মত দিয়েছেন, আমাদের যে কোটা সংস্কারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেটি কার্যকর নয়। সেটা যখন জারি হয়েছে, সেটি প্রথাপ্রেক্ষভাবে তখন থেকে কার্যকর।  সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পন্ন হয়ে গেছে, সেজন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব। এছাড়া প্রাথমিকের পাঠ্যবই ছাপতে দেওয়া হয়েছে।  তিনি আশা করেন জানুয়ারির মধ্যেই পাঠ্যবই বিতরণ করা যাবে। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম সানতু।

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বিনিময় কসমেটিকসকে চার হাজার, রিয়াদ স্টোরকে পাঁচ হাজার, সামিয়া কসমেটিকসকে চার হাজার, মেসার্স হাসেন বীজ ভাণ্ডারকে পাঁচ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে তিন হাজার, বৈশাখী বীজ ভাণ্ডারকে দুই হাজার ও ভিআইপি কসমেটিকসকে এক হাজার জরিমানা করা হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে জাহাঙ্গীর আলম বলেন, অভিযানের সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ ও মূল্যহীন পণ্য, নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম।

অভিযানে সহায়তা করে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম।