তিন শিক্ষার্থীর মৃত্যু, এবার বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ১২:১১

তিন শিক্ষার্থীর মৃত্যু, এবার বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও এই কমিটিতে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক1ভাবে মনে হচ্ছে, এটা একটি দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও রাখা হয়েছে। তবে কাদের রাখা হয়েছে তা এখনো জানতে পারিনি।