দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত

প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১

দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত

অ্যান্টিগায় দিনের শুরুটা আপাতত বাংলাদেশেরই বলা চলে। আরও স্পষ্ট করে বললে হাসান মাহমুদের। আগের দিন উইকেট পাননি। তবে বোলিংটা করেছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা।

এলবিডব্লু করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার।

খানিক পর আবার আঘাত। এবারে ফিরলেন আলঝারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন কেমার রোচও।

এবারে ভাগ্যটা গেল হাসানের বিপক্ষে। জশুয়া ডি সিলভার মতো একই লাইন-লেন্থে বল করেছিলেন। এই দফায় আম্পায়ার্স কল বাঁচিয়ে দেয় উইন্ডিজদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৮।