বড়লেখা শাহবাজপুরে ইয়াবাসহ দোকানদার আটক; ৫০ পিস ইয়াবা উদ্ধার।

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ডিসে ২০১৮ ০১:১২

বড়লেখা শাহবাজপুরে ইয়াবাসহ দোকানদার আটক; ৫০ পিস ইয়াবা উদ্ধার।

উপজেলা সংবাদদাতাঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে একজন ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত ব্যবসায়ীর নাম আব্দুল আসাদ। সে ইউনিয়নের নান্দুয়া গ্রামের ইসহাক আলীর পুত্র। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করেছে বলে নিশ্চিত করেছেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার দাস। পুলিশ সুত্রে জানা যায় শাহবাজপুর বাজারে দীর্ঘ দিন থেকে ‘হ্যালো টেলিফোন’ নামক একটি মোবাইল বিপননী প্রতিষ্ঠানের আড়ালে মাদক ও ইয়াবা পাচার করে আসছে সে। আটককৃত আসাদকে ২৬ ডিসেম্বর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন৷ বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, স্থানীয়ভাবে মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় তারা গোপন সোর্স লাগিয়ে রেখেছিলেন দীর্ঘদিন থেকে। অবিলম্বে আরো যত চোরাচালানকারী রয়েছে প্রত্যেককে গ্রেফতার করে মাদকমুক্ত বড়লেখা গড়ার কথা তিনি জানান। এদিকে আটককৃত আসাদের মা পিয়ারা বেগমের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান, তার ছেলে বৈধ ব্যবসায়ী। মাদকের সাথে তার কোন সম্পৃক্ততা না থাকলেও তাকে ফাঁসানো হয়েছে।