৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৪ নভে ২০২৪ ০৩:১১
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গত ৪৮ ঘণ্টায় এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।
আসামের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনাল আসামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।
এতে বলা হয়, ওই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ত্রিপুরার রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশির সময় এক নারীসহ চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ ও আরপিএফের একটি দল।
পুলিশি জিজ্ঞাসাবাদে চারজনের এই দলটি আন্তঃসীমান্ত দালার চক্রের সহায়তায় ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করে। চাকরির সন্ধানে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ওই বাংলাদেশিরা।
এছাড়া পৃথক অভিযানে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুরা রেলওয়ে স্টেশন থেকে এক কিশোরীসহ ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সব বাংলাদেশি নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১