৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ০২:১১
সাতক্ষীরার তালা উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জয়নব খাতুন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু জয়নব সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের মেয়ে।
নিহত শিশুর বাবা জুয়েল মোড়ল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। পানি গরম করার একপর্যায়ে পানিতে হাত রাখেন তার স্ত্রী।
এ সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কি-না সেটি হাত দিয়ে দেখার সময় একইসঙ্গে দুইজনই বিদ্যুতায়িত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ইসলাম বলেন, শিশুকন্যার মৃত্যু হয়েছে এবং জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১