৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ০৩:১১
চিকিৎসকদের বিদেশগমনে বিধিনিষেধ আরোপ করে নীতিমালা প্রকাশের ২৪ ঘণ্টা না পেরোতেই আবার সেই নীতিমালা বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক আদেশে ওই নীতিমালা বাতিল করা হয়।
এর আগে ২৫ নভেম্বর একই কর্মকর্তার স্বাক্ষরে নীতিমালা সংক্রান্ত অফিস আদেশটি জারি করা হয়েছিল।
নতুন জারিকৃত অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর ও সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের নীতিমালা সংক্রান্ত ২৪ নভেম্বরের স্মারকে জারিকৃত অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এর আগে রোববার জারি করা অফিস আদেশে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দপ্তর বা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে ১১টি নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
আগামী ১ জানুয়ারি থেকে ওই অফিস আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ ছিল।
নীতিমালায় যা যা উল্লেখ করা হয়েছিল—
১. কোনো প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুই বার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন।
২. প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত) কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন।
৩. প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত, সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন।
৪. আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল হতে স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবমেইলে (secretary@hsd.gov.bd, cc: admin1@hsd.gov.bd) আমন্ত্রণপত্রের অনুলিপি বা কপি পাঠাতে হবে।
৫. আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ (ভিসা ফি, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থা বা খরচ ইত্যাদি) বহন করবেন মর্মে আমন্ত্রণকারী সংস্থা হতে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে।
৬. বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে গমনপূর্বক ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখায় দাখিল করতে হবে।
৭. তৃতীয় পক্ষ খরচ বহন করবে, এ রকম যেকোনো আবেদন সরাসরি বিবেচনার বাইরে থাকবে।
৮. বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম বা প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের প্রমাণস্বরূপ প্রোগ্রামে যোগদানের ও সমাপ্তি দিনের ছবি দাখিল করতে হবে।
৯. যথাযথ মাধ্যমে অগ্রায়নকৃত আবেদনে প্রতিষ্ঠান বা দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকতে হবে।
১০. অগ্রায়নের পূর্বে প্রতিষ্ঠান বা দপ্তর প্রধান প্রাপ্ত আমন্ত্রণপত্র ১নং থেকে ৯নং ক্রমিকে বর্ণিত শর্তাদি যাচাই করে সঠিক পাওয়া গেলে (Verified and Found Ok) মর্মে প্রত্যয়িত করতে হবে।
১১. অন্যান্য বিষয় যা স্থানীয় কর্তৃপক্ষ বিবেচ্য মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১