৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ০৩:১১
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এ দিনের জন্য বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বিগত সরকার মানুষের ওপর জুলুম করেছে। দেশের মানুষ দিনের পর দিন নির্যাতিত হয়েছে।
কমিউনিস্ট পার্টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কমরেড সেলিম বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা রেখেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামতে হয়েছে।
তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি, তা ধরে রাখতে হবে। এরপর কোনো সরকার যেন ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সব সংস্কার আপনারা করতে পারবেন না । আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন। দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার ব্যবস্থা করুন।
সেলিম বলেন, আমরা চাই এ সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।
ফরিদপুর কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী রুহূল আমিন, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১