৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ২৭ নভে ২০২৪ ০২:১১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যুটি একটি সেনসিটিভ বিষয়। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরতে চায়। হয়ত আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু সংখ্যালঘু কার্ড আজীবন খেলে যাবে।
বুধবার (২৭ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোক এবং সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তখন তার শেষ ট্রাম্পকার্ড ছিল সংখ্যালঘুর ওপর আক্রমণ। সে দেখাতে চায় বাংলাদেশে একটা ইসলামী আন্দোলন হয়েছে। এ দেশের মুসলমানরা হিন্দুদের বিপদে ফেলবে, তাদের নিরাপত্তা বাংলাদেশে নাই। এই পথ সৃষ্টি করেছে ভারত। ৫ আগস্টের পর থেকে ভারতের মিডিয়া সংখ্যালঘুর বিষয়টি সামনে আনে যেভাবে লিখছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি।
উমামা ফাতেমা বলেন, আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তাদের একটা দায়িত্ব ছিল। সারা পৃথিবীর কাছে বিষয়টি জানান দেওয়া। ভারত তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নামে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা উচিত ছিল। কিন্তু সরকারের অবস্থা দেখেছি, তারা ভারতকে ছাড় দিতে চাচ্ছিল।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের বিচার হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। যদি তাদেরকে গ্রেপ্তার করা হতো তাহলে আ জ ম নাসিরের লোক কীভাবে ইসকনের পেছনে কলকাঠি নারে? তাদের তো আজ জেলখানায় থাকার কথা ছিল।
বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যুটি একটি সেনসিটিভ বিষয় মন্তব্য করে তিনি বলেন, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরতে চায়। হয়ত আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু তারা সংখ্যালঘু কার্ড আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে এই বিষয়টা সবসময় রাখতে চাইবে তারা। যাতে ভারত বা আওয়ামী লীগ এই সমস্যা নিয়ে রাজনীতি করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১