৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৫ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব।
২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
এদিকে, এখনো বিশ্বকাপ শুরু হয়নি বাংলাদেশের। আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে নাজমুল-সাকিবরা।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের মাঝে একবার দুইয়ে নেমে গিয়েছিলেন, সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫
সাকিব আল হাসান (২২৩ রেটিং)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২২ রেটিং)
মোহাম্মদ নবি (২১২ রেটিং)
সিকান্দার রাজা (২১০ রেটিং)
মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং)
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১