৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৫ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: তবে নগর প্রতিপক্ষ যখন তারার হাট বসিয়েছে, তখন অ্যাতলেটিকো মাদ্রিদই বা পিছিয়ে থাকবে কেন! দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে। আর সেই লক্ষ্যে অ্যাতলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আল্ভারেজ।
স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কার সূত্রে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তরুণ এই স্ট্রাইকারকে দলে পেতে রীতিমত মরিয়া হয়ে আছে অ্যাতলেটিকো কর্তৃপক্ষ। ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না আলভারেজ। এটিকেই মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছেন ক্লাবের কর্তাব্যক্তিরা।
মাদ্রিদের ক্লাবটি বিশ্বাস করে হুলিয়ান আলভারেজকে সরাসরি কিনে কিংবা ধারে দলে আনতে সক্ষম হবে তারা। যদিও কাজটি কঠিন হবে বলেই বিশ্বাস করছে তারা। তবে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন তিন তারকা রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা কিংবা অ্যানহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজকে দলে আসতে সাহায্য করবেন বলেই ধারণা তাদের।
আসন্ন কোপা আমেরিকার দলে আলভারেজের সঙ্গে ডি পল এবং মলিনার খেলা প্রায় নিশ্চিত। তাদের পক্ষ থেকে চেষ্টার ফলে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজের চুক্তি অনেকটাই সহজ হয়ে আসতে পারে বলেই বিশ্বাস করে ক্লাব কর্তৃপক্ষ।
বর্তমানে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে হুলিয়ান আলভারেজের। টিওয়াইসির দেয়া তথ্যমতে, ম্যানসিটি এখন পর্যন্ত আলভারেজকে কেনার পুরো টাকা তার আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটকে পরিশোধ করেনি। এখন পর্যন্ত ১৭ মিলিয়ন ইউরো বাকি রয়েছে। এরইমাঝে সিটি যদি আলভারেজকে কোথাও বিক্রি করে, সেক্ষেত্রে রিভারপ্লেট ট্রান্সফারের তিন শতাংশ অর্থ বোনাস হিসেবে পাবে।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, দলবদলের বাজারে আলভারেজের দাম হতে পারে ৯০ মিলিয়ন ইউরো। আর ম্যানসিটির সঙ্গে চুক্তি বাতিলে দরকার হবে ৫০ মিলিয়ন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১