৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ২৯ নভে ২০২৪ ০৮:১১
ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বান্ধব হয়। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। স্বাগতিক পেসারদের সামলাতে বেশ ভুগেছে টাইগার ব্যাটিং লাইনআপ। সিরিজের শেষ টেস্টেও পেস দিয়ে সফরকারীদের ভয় ধরাতে চায় উইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ বিশেষজ্ঞ পেসারের নিয়ে একাদশ সাজিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি আরো একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে ছিল। সবমিলিয়ে ৫ জন পেসার নিয়ে মাঠে নামে স্বাগতিকরা।
স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডি সিলভা বলেন, ‘কেমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে। সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই সেই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।’
দ্বিতীয় টেস্টের একাদশে কোন স্পিনারকে দেখা যাবে কিনা, এমনটা জানে চাওয়া হয়েছিল ডি সিলভার কাছে। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জানিয়েছেন, স্পিনার নেয়ার প্রয়োজন অনুভব করলে তবেই কেবল তারা সেই পথে হাঁটবেন। অর্থাৎ পেসারদেরকেই প্রধান্য দিচ্ছেন তারা।
ডি সিলভা বলেন, ‘সেটা অধিনায়ক ও প্রধান কোচ দেখবেন (স্পিনার নেওয়া হবে কি না)। প্রথম টেস্টে চার পেসার আমাদের জন্য কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারবে। মাঠে যারাই নামব আমরা, সবাই নিজেদের সেরাটা দেব। স্পিনার কাউকে নেয়ার প্রয়োজন হলে, তা হবে। তারপরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১