৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ০১ ডিসে ২০২৪ ০৩:১২
বগুড়ার সারিয়াকান্দিতে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
রোববার (১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে সারিয়াকান্দি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা. সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী-রংপুর
জোনের ঋণ আদায় বিভাগের প্রধান মো. নুরুল হাবীব, বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান হিমাদ্রী শেখর দোবে, সারিয়াকান্দি উপশাখার ব্যবস্থাপক রাজেন্দ্র কুমার সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংকের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নেটওয়ার্ক সম্প্রাসারণ করছে।
উদ্যোক্তা সৃষ্টিতে বিনা জামানতে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ থেকে এই কার্যক্রমের ফলে লাখো উদ্যোক্তা তৈরি হয়েছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১