সাফ চ্যাম্পিয়নদের বিওএ সংবর্ধনার দিন ঘোষণা, বাফুফের কবে?

প্রকাশিত:রবিবার, ০১ ডিসে ২০২৪ ০৩:১২

সাফ চ্যাম্পিয়নদের বিওএ সংবর্ধনার দিন ঘোষণা, বাফুফের কবে?

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ৭ ডিসেম্বর কক্সবাজারে সংবর্ধনা প্রদান করবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী যৌথভাবে নারী ফুটবল দলকে ঐ দিন এক কোটি টাকা প্রদান করবে। আর্থিক পুরস্কার ছাড়াও সাবিনাদের সংবর্ধনা অনুষ্ঠান রাঙানোর পরিকল্পনা রয়েছে বিওএ’র।

১৬ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন নির্বাহী কমিটির সভায় নারী দলকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়। তিন সপ্তাহের মধ্যেই বিওএ সম্মাননা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। নারী ফুটবলারদের সংবর্ধনা ছাড়াও বিওএ নির্বাহী সভা করবে কক্সবাজারে। এই সভায় আগামী বছর বাংলাদেশ গেমস, অলিম্পিক ভিলেজ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় আলোচনা হতে পারে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২০ লাখ, ক্রীড়া মন্ত্রণালয় ১ কোটি, সাউথ ইস্ট ব্যাংক থেকে জনপ্রতি ৩ লাখ, ওয়ালটন ফ্রিজ উপহার দিয়েছে। আগামী শনিবার আরো এক কোটি টাকা পেতে যাচ্ছেন সাবিনারা।

কিন্তু, আঞ্চলিক ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের পর থেকে অন্য প্রতিষ্ঠানের সংবর্ধনা পেলেও বাফুফে থেকে এখনো কিছু পায়নি। ৯ নভেম্বর বাফুফে নির্বাহী সভায় দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করে বাফুফে। এখনো সেই বোনাস প্রদানে কার্যকরি ভুমিকা দেখা যায়নি।

বাফুফের তহবিলে আর্থিক সঙ্কট অন্য দিকে দেনার ভার। এই পরিস্থিতিতে দেড় কোটি টাকা ঘোষণা করেও বিপাকে ফেডারেশন কর্তারা। নির্বাহী কমিটির সম্মিলিত উদ্যোগে এই বোনাস প্রদানের কথা। ফেডারেশনের কর্মকর্তাদের অনেকেই নিজের চেয়ার টিকিয়ে রাখতে নির্বাচনে কাড়ি কাড়ি অর্থ খরচ করলেও ফেডারেশনের স্বার্থে থাকেন নিশ্চুপ!