৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ০১ ডিসে ২০২৪ ০৩:১২
গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও ছুঁতে পারেনি রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত সুপার ওভারে হেরেছিল নুরুল হাসান সোহানের দল। আসরে প্রথম জয়ের লক্ষ্যে আজ ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রাইডার্সরা।
ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয় করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক সোহান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
রংপুর একাদশ-
স্টেভেন টেইলর, সৌম্য সরকার, উইয়েন মেডসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, খুশদিল শাহ, মেহেদি হাসান, হারমিত সিং, রিশাদ হোসেন, জ্যাক চ্যাপেল, কামরুল ইসলাম রাব্বি।
ভিক্টরিয়া একাদশ-
বাল্ক ম্যাকডোনাল্ড, জো ক্লার্ক, সঞ্জয় কৃষ্ণমতি, জোনাথন ওয়েলস, কোরি অ্যান্ডারসন, স্কট এডওয়ার্ডস, কারিমা গোর, ডমিনিক ড্রেকস, কালম স্ট্র, ম্যাক্স বিথ্রিসেল, জ্যাকসন স্মিথ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১