বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : আহত ৩

প্রকাশিত:সোমবার, ১১ জানু ২০১৬ ০৭:০১

বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : আহত ৩

উপজেলা সংবাদদাতাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে জমি দখলের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় কুমারশাইল গ্রামে গতকাল দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, ইয়াহইয়া উদ্দিন(৪৭), সায়েম আহমদ (১৭), এবং কামাল উদ্দিন(৩৫)। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা রইস আলীর পরিবার এবং ইয়াহিয়া উদ্দিনের পরিবারের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। জমির মালিকানা ইয়াহিয়া উদ্দিনের দখলে থাকলেও রইস আলী ও তার পুত্র সাজু আহমদ উক্ত জমি নিজেদের দাবী করে দখল করতে গেলে প্রথমে বাকবিতক্তা পরে সংঘর্ষের সুত্রপাত হয়। বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এর কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষের ঘটনা জানতে পেরেছি কিন্তু এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।