জবিতে চীনা ভাষা কোর্স চালুর বিষয়ে আলোচনা

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ ডিসে ২০২৪ ০৩:১২

জবিতে চীনা ভাষা কোর্স চালুর বিষয়ে আলোচনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই। এ সময় জবিতে চীনা ভাষার কোর্স খোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন তারা।

আজ (মঙ্গলবার) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক বিষয় নিয়েও তারা আলোচনা করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স খোলা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা একমত পোষণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক ড. নাছির আহমাদ এবং সহকারী প্রক্টর ড. নঈম আকতার সিদ্দিক উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ