মালদ্বীপে দূতাবাসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত:বুধবার, ০৪ ডিসে ২০২৪ ০৩:১২

মালদ্বীপে দূতাবাসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪’ আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর রাজধানী মালের ফুটবল গ্রাউন্ডে মালদ্বীপে বসবাস করা বাংলাদেশিদের নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টিম রয়েল টাইগারের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রিমিয়ার লিগের খেলোয়াড় মিশরের অভিবাসী মো. খালিল জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রবাসীদের নিয়ে এই ধরনের একটি সুন্দর আয়োজনের পরিকল্পনা করায় মালদ্বীপ হাইকমিশনকে ধন্যবাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ