আমিরাতে বৃষ্টির নামাজ শনিবার

প্রকাশিত:শুক্রবার, ০৬ ডিসে ২০২৪ ১২:১২

আমিরাতে বৃষ্টির নামাজ শনিবার

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খরা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে শনিবার (৭ ডিসেম্বর) বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে স্থানীয় সময় ৭ ডিসেম্বর বেলা ১১টায় এ নামাজ আদায় করা হবে।

ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে; নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়; মাঠে ফসলের ক্ষতি হয়; গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না; এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।

পরপর তিন দিন ইসতিসকার নামাজ পড়া সুন্নত। যদি এর মধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল রোজা রাখা মুস্তাহাব।