৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৭ ডিসে ২০২৪ ০৩:১২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ ছিল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের ম্যাচ। তিন ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনীর পাশাপাশি আজ জয় পেয়েছে বাংলাদেশ পুলিশও। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ড্র করছে ফর্টিজ এফসির বিপক্ষে।
ঢাকা আবাহনী এবার ফুটবল মৌসুম শুরু করেছে বিদেশি খেলোয়াড় ছাড়া। প্রথম ম্যাচের পর আজও জিতেছে। যদিও আজকের জয়টি বেশ কষ্টার্জিত ছিল। ফরোয়ার্ড সুমন রেজার একমাত্র গোলেই আবাহনী ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
প্রিমিয়ার লিগে আবাহনীর ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এই ভেন্যু এখনো ফুটবল উপযোগী নয়। আবাহনী-ওয়ান্ডারার্স দুই দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি পেয়েছিল আবাহনীই। ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। ফাকা পোস্টে আবাহনীর ফুটবলার শট নিলেও আবার খুব দ্রুত পজিশনে গিয়ে গোল রক্ষা করেন।
৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে। কর্নার থেকে হেড বল জালে জড়ান ফরোয়ার্ড সুমন রেজা। এক সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সুমন রেজাই ছিল প্রথাগত স্ট্রাইকার। ২০২৩ ব্যাঙ্গালুরু সাফে স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা স্ট্রাইকারবিহীন পদ্ধতিতে খেলানো শুরু করেন। এরপর সুমন রেজা জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজ ইউনিয়নের মধ্যকার ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই জাকারিয়ার গোলে লিড নেয় ব্রাদার্স। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোপীবাগের দলটি। ১৮ মিনিটে ওমর ফর্টিজের হয়ে সমতা আনেন। এই ম্যাচে লাল কার্ডের ঘটনাও ঘটেছে। খেলোয়াড়, কোচিং স্টাফের কেউ নন লাল কার্ড পেয়েছেন ফর্টিজের মিডিয়া ম্যানেজার দিদারুল।
দিনের অন্য ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। দুই রাউন্ড শেষে আবাহনী, মোহামেডান ও রহমতগঞ্জ পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। ব্রাদার্স ইউনিয়ন চার পয়ন্টে নিয়ে চতুর্থ স্থানে। মোহামেডানের বিপক্ষে হারায় তিন পয়েন্টে টানা পাঁচ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অবস্থান পঞ্চম।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১