৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৫ ফেব্রু ২০১৯ ০৭:০২
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারা বেগম নামে এক কিশোরী বিষ পানে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আনোয়ারা বেগম উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ৪ ই ফেব্রুয়ারী রোজ সোমবার বিকেলের দিকে বাবা ও মা’র ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন আনোয়ারা বেগম। পরে পরিবারের সদস্যরা বিষটি টের পেয়ে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসতালে প্রেরন করা হয়। রাত ৯টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগম কে ভর্তি করা হয়। রাত ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন, কিশোরীর বিষ পানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১