অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে শিক্ষার মান কমানো হয়েছে : খায়ের ভূঁইয়া

প্রকাশিত:শুক্রবার, ২০ ডিসে ২০২৪ ০৩:১২

অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে শিক্ষার মান কমানো হয়েছে : খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, যে অভিষ্ট লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাইনি। ভবিষ্যতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোটদানের সুযোগ পাবেন। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তারাই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন। তাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে, থাকবে, এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্স করা হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই অঞ্চলে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দুর্নীতি করে অযোগ্য ও অথর্ব লোকজনদের নিয়োগ দিয়ে শিক্ষার মান আরও পেছনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই পরিবেশ আর চাই না। মেধাভিত্তিক রাজনীতি ও মেধার চর্চার মাধ্যমে আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ।

‘শত বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে এতে আনন্দ শোভাযাত্রা স্মরণিকার মোড়ক উন্মোচন, শিক্ষকদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেছে। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়ে শিক্ষা ও কর্মজীবনের নানা গল্প নিয়ে চা-কফির আড্ডায় অন্যরকম উৎসব ও উচ্ছ্বাসে মেতে উঠেন প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ