৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২১ ডিসে ২০২৪ ০২:১২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজকের দিনটি ছিল বেশ চমকের। গতকাল বিদেশিহীন ঢাকা আবাহনী হারিয়েছিল বসুন্ধরা কিংসকে। আজ (শনিবার) বিদেশিহীন ওয়ান্ডারার্সও রুখে দিয়েছে ফর্টিজকে। এ ছাড়া ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে চমক দেখিয়েছে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
এদিন চলমান প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম হার দেখল ব্রাদার্স ইউনিয়ন। প্রথম জয় পেল ফকিরেরপুল ইয়ংমেন্স। অন্যদিকে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম আবাহনী।
শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দশজনের ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি। ৭০ মিনিটে চেক সেনের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাজ্জাদ হোসেন সরাসরি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় কমলা জার্সিধারীরা। ৭৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবন ফের রহমতগঞ্জকে এগিয়ে নেন। এরপর ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং।
চট্টগ্রাম আবাহনী ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানের সরদার জাহনভ ও সায়েম হোসেন গোল দুটি করেন। দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। ফর্টিজের ইউক্রেনিয়ান ফুটবলার ভ্যালেরি রিশিন দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেছেন। অন্যদিকে, ওয়ান্ডারার্সের পক্ষে এক গোল করেন সাকিব বেপারি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চার রাউন্ড শেষ হয়েছে আজ। চার জয়ে মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ দুই দলের সমান ৯ পয়েন্ট। আজ প্রথম হার দেখা ব্রাদার্সের পয়েন্ট ৭। লিগে প্রথম জয়ের দেখা পাওয়া ইয়ংমেন্স চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে। চট্টলার দলটি এখনও তলানিতেই রয়েছে। পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিজ এবং এক পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়ান্ডারার্স।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১