৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২১ ডিসে ২০২৪ ০২:১২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চলছে শীতকালীন ছুটি। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় বহিরাগতদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়ম অমান্য করলে তিন দিনের জেল হবে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীতকালীন ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থীই বাড়ি চলে গেছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রবেশের সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়েছে। ক্যাম্পাস যতদিন বন্ধ রয়েছে এ নির্দেশনা বলবৎ থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জরুরি নোটিশ টাঙানো হয়। নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে বা রেজিস্ট্রার খাতায় কারণ লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি পাওয়া যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১