১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ২২ ডিসে ২০২৪ ০৪:১২
আগামী ১ জানুয়ারি দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি। এ উপলক্ষ্যে রোববার (২২ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাপা নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক জাঁকজমক করতে রাজধানীতে লোক সমাগম, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এ উপলক্ষ্যে মহানগর, জেলা, উপজেলাসহ সব পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করবে।
এছাড়া, নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষ্যে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রুততার সঙ্গে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নেন দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মাশরুর মওলা। সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সামছুল হক, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১