১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ২৫ ডিসে ২০২৪ ০৫:১২
একটা টুইটের কারণে বোর্ডের কাছ থেকে বেশ কড়া শাস্তিই পেতে হচ্ছে পাকিস্তানের হার্ডহিডার ব্যাটার ফখর জামানকে। দলের বাইরে আছেন। বোর্ডের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও পেয়েছেন। পাকিস্তানেরই তারকা বাবর আজমের খারাপ সময়ে তার পক্ষে কথা বলে এমন বিপাকে পড়েছিলেন ফখর।
এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরের পক্ষে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ফখর। তিনি স্বীকার করেছেন, এমন টুইট করা উচিত হয়নি। তবে এটাও বলেছেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।
বাবর আজমকে নিয়ে করা সেই টুইট প্রসঙ্গে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’
অবশ্য নিজের পক্ষে কিছুটা মত এদিনও দিয়েছেন ফখর। তিনি এখনো মনে করেন বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছে। আর সেই ভাবনা থেকেই ছিল টুইট, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’
ফখর অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন তরুণ ক্রিকেটারদেরও, ‘আমি বুঝতে পারছি যে, কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যা, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১