২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং

প্রকাশিত:বুধবার, ২৫ ডিসে ২০২৪ ০৫:১২

২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং

সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সহজে কাজ সেরে ফেলা যায়, তা নিয়েই এখন সবার ভাবনা। ফলে বাজারে আসছে একের পর এক নতুন গ্যাজেট। যা দিনে দিনে সবাইকে আরো প্রযুক্তি নির্ভর করছে।

২০২৪ সালেও এসেছে আধুনিক সব গ্যাজেট। আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং নিয়েই আজকের প্রতিবেদন।

আইফোন ১৬

প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে অ্যাপেল বাজারে নিয়ে এসেছে নতুন মডেল। আইফোন ১৬, ১৬ প্রো, এবং ১৬ প্রো ম্যাক্স—তিনটি মডেলই এসেছে। আইফোন ১৬ দিয়ে ৬০ এফপিএসে ফোরকে ভিডিও রেকর্ডিং করা সম্ভব।

আইফোন ১৬ প্রো

এই মডেলে রয়েছে সি-টাইপ চার্জিং পোর্ট এবং জুম ইন-আউটের জন্য আলাদা সুইচ। ১২০ এফপিএসে ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষমতা এটিকে বিশেষ করে তুলেছে।

আইফোন ১৬ প্রো ম্যাক্স

ব্যাটারি, ক্যামেরা ও র‍্যামের ক্ষেত্রে অন্যান্য মডেলের মতো হলেও ডিসপ্লে তুলনামূলক বড়। ফলে এর দামও বেশি। তবে যারা সেরা অভিজ্ঞতা চান, এটি তাদের জন্য আদর্শ।

স্যামসাং এস২৪ আলট্রা

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য স্যামসাং প্রতিবারই নতুন চমক আনে। প্রাইম গ্রাহকদের জন্য এস২৪ আলট্রা ফোনটি এনেছে স্যামসাং, যা এই বছরের অন্যতম সেরা।

স্যামসাং গ্যালাক্সি এম১৫ প্রাইম এডিশন

পকেট ফ্রেন্ডলি এই মডেলটি মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে একাধিক ফিচার নিয়ে এসেছে। ব্যাটারি ব্যাকআপও দারুণ।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট

একসময় মধ্যবিত্তদের নাগালের বাইরে থাকা ওয়ানপ্লাস, এখন বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে এসেছে। এই তালিকায় বিশেষ নাম নর্ড সিই৪ লাইট, যা স্পেসিফিকেশনের দিক থেকে অনন্য।

ইনস্ট্যাক্স মিনি লিংক ৩

এই স্মার্টফোন প্রিন্টার ইনস্ট্যাক্স মিনি লিংক ৩ দিয়ে পকেটেই প্রিন্টার নিয়ে ঘোরা সম্ভব। মোবাইল থেকেই সরাসরি প্রিন্ট নেওয়া যায়।

রকো দ্য সুপার স্মার্ট ফ্রিজ

২০২৪-এর সেরা গ্যাজেটের তালিকায় স্থান পেয়েছে রকো দ্য সুপার স্মার্ট ফ্রিজ। মোবাইলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণসহ একাধিক সুবিধা রয়েছে এতে।

স্যামসাং গ্যালাক্সি রিং

অ্যাডভান্স হেলথ মনিটরিং ফিচারসমৃদ্ধ এই রিং হার্ট রেট এবং স্লিপ মনিটরিং করতে সক্ষম। ওয়াটারপ্রুফ হওয়ায় এটি ব্যবহার করে জলের কাজ করাও সহজ।