৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ ডিসে ২০২৪ ০৩:১২
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না। দলের ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির কারণে তা স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য জানান।
জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উদ্বোধক ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১০ আগস্ট জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে পাঁচ সদস্যের কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কমিটির আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান, সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও সদস্য নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি পক্ষ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে আরেকটি পক্ষ পৃথকভাবে দলীয় সব কর্মসূচি পালন করে আসছেন।
এরপর চলতি বছরের ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ সদস্যের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মান্নানকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১