৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ ডিসে ২০২৪ ০৪:১২
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করেছেন কুয়েতে অবস্থানরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পর থেকে কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া খ্রিষ্টান চার্চে ধর্মাবলম্বীরা ভিড় করেন। পরে সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আলোচনা।
দিনটিকে ঘিরে বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ অন্যান্য দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ব্যাপক জন সমাগম দেখা যায়। মালিয়া সমুদ্রপাড়ে বন্ধুবান্ধব পরিবার প্রিয়জন মিলে আড্ডা আর খোস গল্পে মেতে উঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসব কে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল স্থানীয় প্রশাসনের।
উৎসব ঘিরে আশপাশের শপিং মল, রেস্তোরাঁ, কসমেটিক্স এবং জুয়েলারি শপগুলোতে ছিল প্রচুর লোক ওসমাগম বেচাকেনা ছিল জমজমাট। এছাড়া উৎসব কেন্দ্র করে বিভিন্ন শপিং মল, অফিস ও বাসাবাড়িতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১