২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ ডিসে ২০২৪ ০৩:১২
ওমানে দিনব্যাপী সাপ্তাহিক আড্ডা, পিকনিক ও সংবর্ধনা উদযাপিত হয়েছে।
গত শুক্রবার বন্ধু মহলের উদ্যোগে ওমানের আল আমরাত অঞ্চলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ সুমন ও মোহাম্মদ রাশেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি উদযাপিত হয়।
প্রথম পর্বে আয়োজন করা হয় গ্রামীণ পরিবেশে হাত জাল দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। মাছ ধরা শেষে প্রাকৃতিক পরিবেশে প্রস্তুত করা হয় দুপুরের খাবার।
এরপর বন্ধু মহলের সিনিয়র সদস্য মুজাহিদ বিন আলীর শ্রদ্ধেয় পিতার ওমান আগমন উপলক্ষ্যে ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে বন্ধু মহলের সিনিয়র সদস্য এম রাশেদুল ইসলাম মিয়াজির বিবাহের আত্মপ্রকাশ উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
পরে পড়ন্ত বিকালে বন্ধু মহলের সদস্যদের আড্ডা ও গান পরিবেশনা অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। সন্ধ্যা নামতেই আয়োজন করা হয় বারবিকিউ পার্টি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্ধু মহলের সদস্য সহিদুল ইসলাম ফরিদ, মুজাহিদ বিন আলী, ফোরকান মাহমুদ, জসিম উদ্দীন, শাহেদুল আলম, মান্নান, মো. করিম, হোসেন সিকদার, মো. মনির, মোহাম্মদ খোরশেদ, আর জি সুমন, মো. শহীদুল্লাহ, মো. ইদ্রিস, মো. রবি এবং ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিরা।
রাতের ডিনারের পর বন্ধু মহলের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন আয়োজক মো. রাশেদ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১