২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ৩০ ডিসে ২০২৪ ১১:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে৷
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ করেন।
এ সময় শিক্ষার্থীরা- ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা একজন খুনি যে কি-না দেশের দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমরা চাই, হাসিনার রাজনীতি আজীবন নিষিদ্ধ করা হোক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক।
অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা যদি শেখ হাসিনাকে আবার রাজনীতি করার সুযোগ দেন আপনারাও টিকতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১