২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ০২:১২
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অসাধারন অভিনয় করে মীম দর্শকদের নজরে আসেন।
এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার পান। পরে ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।
এদিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। যেখানে বিভিন্ন সময়ে নিজের ভালোলাগা ও ঘুরাঘুরিসহ অনেক আপডেট দিয়ে থাকেন।
সম্প্রতি বিদ্যা সিনহা মিম একটি রিলস ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে তাকে বেশ খোশ মেজাজে দেখা যায়। ভিডিওতে মিমকে বলে, সকালের নাস্তায় আমি জুস, চিয়া সিড ওটস দিয়ে পুডিং ও একটি ডিম খেয়ে থাকি।
রিলস ভিডিও কমেন্ট বক্সে কাকলী রয় নামে এক নেটিজেন লিখেছেন, ‘তোমার খাবার দেখে আমারও খেতে ইচ্ছে করছে দিদি।’ রুবেল নামে আরেজনের ভাষ্য, ‘এই জন্য আপনাকে অনেক সুন্দর লাগে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১