২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জানু ২০২৫ ০৩:০১
আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষাণটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভেতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন। কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্য কারণে এখনো সেই আওয়ামী লীগের দোসরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছেন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কোমর ভেঙে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রূপরেখার বিকল্প নেই।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাই গুম খুন ও হত্যার শিকার হয়েছেন। গত জুলাই আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে আমাদের বিএনপির বহু নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু তা এখনো ভুলে যাইনি।
বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন— বলেন আমিনুল হক।
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১