২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জানু ২০২৫ ০৩:০১
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে আক্রমণ করেছে চীনের হ্যাকাররা। গত মাসের শুরুতেই অর্থ দপ্তরের সিস্টেমে হানা দিয়েছিল কয়েকজন অজানা হ্যাকার। সম্প্রতি মার্কিন অর্থ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হচ্ছে, হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটারে নজরদারি করেছে। গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে থাকতে পারে। এই ঘটনায় মার্কিন প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চীনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররাই এই সাইবার আক্রমণ করেছে। সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেছে। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে এই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, সেই পরিষেবার মধ্যে দিয়েই হ্যাকাররা অর্থ দপ্তরের সিস্টেমে প্রবেশ করেছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক নথি এবং মার্কিন অর্থনৈতিক কাঠামোর গোপন তথ্য চুরি হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। অর্থ দপ্তরের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয় এবং সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়।
মার্কিন অর্থ দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং হামলার দ্বিতীয় চেষ্টা রুখে দিতে পেরেছি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
এই সাইবার হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি দেশের নয়, বরং বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। চীনের সরকার যদিও এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১