নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জানু ২০২৫ ০৩:০১

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

নাটোরে মো. তুহিন হোসেন (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তুহিন হোসেন ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার ছাতনী ইউনিয়ন ছাত্রদল কর্মী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বাংলানিউজকে জানান, তুহিন স্থানীয় ভাটপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

এ সময় স্থানীয় সন্ত্রাসী আকাশের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন কিশোর তুহিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা তুহিনকে কুপিয়ে চলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

ওসি বলেন, পূর্ব বিরোধের জেরে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।