১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ১২:০১
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিন জনকে। এসময় রসুন বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬২ বস্তা রসুন জব্দ করা হয়।
আটক করা হয় তিন জনকে। উদ্ধার হওয়া রসুনের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২৩ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ।
ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১