২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ১০ জানু ২০২৫ ০৮:০১
স্বৈরাচারের সহযোগীদের কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানো হলে সেই দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে আয়োজিত জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীদের যদি কোনো রাজনৈতিক দল নিজ দলে প্রবেশ করান, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিত দিল্লিকে। সরকারের কিছু লোকজন বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে বাংলাদেশে দেশে যে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।
বিটিএফ’র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদা হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১