২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জানু ২০২৫ ০৪:০১
আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ফের ছাত্র সংযুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হলের সংস্কার কাজ চলমান উল্লেখ করে এতে আরও বলা হয়, হলটির মেরামত কাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) ইতোমধ্যেই নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল দপ্তর ইতোমধ্যেই জরিপের কাজ সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, ২০২১ সালে হঠাৎ সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দার কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। তখন হল প্রশাসন কোনোরকম প্রকৌশল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হলের ৩৬টি রুম বন্ধ করে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। পরে ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে সলিমুল্লাহ মুসলিম হলে আবাসিক শিক্ষার্থীদের নতুন করে আবাসিকতা দেওয়া বন্ধ থাকে। তখন নতুন শিক্ষার্থীদের আবাসিকতা না দেওয়া গেলেও, হলটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এমফিল ও পিএইচডি করা শিক্ষার্থীদের এখানে আবাসিকতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১